NSC - আগামী ১২ই জুন (রবিবার), ২০২২ খ্রি: থেকে অর্ধ -বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
এতদ্বারা সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, সকল শ্রেণির অর্ধ -বার্ষিক পরীক্ষা আগামী ১২ই জুন (রবিবার), ২০২২ খ্রি: থেকে শুরু হবে। অর্ধ -বার্ষিক পরীক্ষার ফি, জুন মাস পর্যন্ত বেতন ও অন্যান্য বকেয়া পরিশোধ করে হিসাব শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।